লক্ষ্ণীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের বাঁধেঁর পোল এলাকার একটি কবরস্থান থেকে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। রোববার সকালে নিয়মিত টহলের সময় অস্ত্রগুলো দেখতে পায় পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, অস্ত্র ব্যবসায়ীদের একটি চক্র চন্দ্রগঞ্জ-বেগমগঞ্জ সীমান্তঘেঁষা এলাকায় অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা এসব অস্ত্র কবরস্থানে ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া অস্ত্রগুলো সম্পূর্ণ নতুন বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় গোয়েন্দা বিভাগ (ডিবি)। সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তারই ধারাবাহিকতায় অস্ত্রগুলো বিক্রির জন্য এলাকায় জড়ো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, “ঘটনাস্থল থেকে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।