আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
আজ রোববার বেলা ১১ টায় (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর-২০২৫) পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয প্রাঙ্গণ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থা দিনাজপুরের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম-এর নেতৃত্বে এক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জাতীয় মহিলা সংস্থা প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালী ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহঃ আব্দুল ওয়াহেদ, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নাজমুল হাসান চৌধুরী, জেলা মহিলা অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষক বিউটিফিকেশন সামিয়া হোসেন প্রীতি, প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. রুবী প্রমুখ।