কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে রোববার বাদ আসর উপজেলা বাজার প্রাঙ্গণে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, বিএনপি নেতা মোঃ হামিদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, মোহাম্মদ নিজাম উদ্দিনের উদ্যোগে এ দোয়া মাহফিলে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও দৌলতপুর উপজেলার বাজারের সর্বস্তরের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।