সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে আহত একই পরিবারের ৪ জনকে উদ্ধারে সহযোগীতা করায় প্রতিবেশী রাজু খন্দকার সহ তার পরিবার ও এলাকাবাসীর ওপর বাড়ীর মালিক এবং তার লোকজন হামলা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার বিকেলে কাচঁপুর পাটাত্তা এলাকায় গ্রামবাসীরা বাড়ীর মালিক আজিম ও ম্যানেজার আলাউদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
আহত রাজু খন্দকার বলেন, শনিবার ভোররাতে আজিমের ৬ তলা ভবনে অবৈধ গ্যাস বিস্ফোরণ হয়। এসময় আহতদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী সহ আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করার কারণে বাড়ীর মালিক আজিম উদ্দীন ও ম্যানেজার আলাউদ্দিন সহ তাদের সহযোগীরা উদ্ধার কারীদের ওপর হামলা করে।এঘটনায় আহত রাজু খন্দকার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে গ্রামবাসী হামলাকারী বাড়ীর মালিক আজিম উদ্দীন ও ম্যানেজার আলাউদ্দিন গংদের শাস্তি দাবি করেন।