ব্রুনাইয়ের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম
ব্রুনাইয়ের হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
ছবি, সংগৃহিত

ঢাকায় নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

জামায়াত আমীরের বসুন্ধরার কার্যালয়ে সোমবার সকাল ৯টায়  এ সাক্ষাৎ হয়। হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ। বৈঠকে জামায়াত আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ২৪-এর গণবিপ্লব-সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। ভাতৃপ্রতীম দুই দেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।”

আপনার জেলার সংবাদ পড়তে