কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী হীরার মতবিনিময়

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ পিএম
কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী হীরার মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ও সৈয়দপুর (নীলফামারী-৪) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী জোবায়দুর রহমান হীরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার দুপুরে কিশোরগঞ্জে নিতাই কাছারীপাড়া গ্রামে তার পৈত্রিক বাড়িতে প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিক ও স্থানীয়গণ্যমান্য ব্যক্তিদের সামনে নির্বাচনী এশতেহার তুলে ধরেন। এসময় তিনি কৃষকদের সার্বিক উন্নয়নে কৃর্ষি ক্ষেত্রে আধুনিকরণ, শিক্ষার গুনগতমান উন্নয়ন, স্বাস্থ্য ও যোগাযযোগ ব্যবস্থার প্রসার ঘটিয়ে জনসেবা নিশ্চিতকরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে তিনি নিজেকে জনগণের সেবক উল্লেখ করে জানান, তার চাচা বীর মুক্তিযোদ্ধা তাজুল ও জ্যাঠা অধ্যক্ষ তোজাম্মেল ও আরডিনাইনের পরিচালক ড.মোজাম্মেল হক জনসেবা করেছেন। তাদের অবর্তমানে আমি জনসেবায় আত্মনিয়োগ করতে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছি। জনগণের সমর্থনে আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করেন তাহলে নির্বাচনী এলাকার আপামর জনসাধারণের ভাগ্যের উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাব।

আপনার জেলার সংবাদ পড়তে