ভূঞাপুর হাসপাতালে ডেন্টাল যন্ত্রাংশ অকেজো: চিকিৎসা বঞ্চিত মানুষ

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩২ পিএম
ভূঞাপুর হাসপাতালে ডেন্টাল যন্ত্রাংশ অকেজো: চিকিৎসা বঞ্চিত মানুষ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল বিভাগের প্রয়োজনীয় যন্ত্রাংশ দীর্ঘদিন ধরে অকেজো থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। ডেন্টাল এক্স-রে মেশিন, ডেন্টাল চেয়ার ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে দাঁত উঠানো, রুট ক্যানেল, ফিলিং, স্কেলিং ও দাঁতে ক্যাপ পড়ানোসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো রোগী।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী ডেন্টাল চিকিৎসা নিতে হাসপাতালে আসলেও অধিকাংশ রোগী যথাযথ চিকিৎসা না পেয়ে শুধুমাত্র ব্যথা ও গ্যাসের ট্যাবলেট নিয়ে বাড়ি ফিরছেন। ফলে প্রায় ৩ লক্ষাধিক মানুষের এই উপজেলায় কার্যত ডেন্টাল চিকিৎসাসেবা অচল হয়ে পড়েছে।

হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ নিয়েও রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা গেছে। তারা অভিযোগ করেন- হাসপাতালের শৌচাগার অত্যন্ত দুর্গন্ধময় ও অপরিচ্ছন্ন, রয়েছে প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট।

ডেন্টাল চিকিৎসা নিতে আসা রোগী নাজমা বেগম বলেন, “আমার দাঁতে খুব ব্যথা। ডাক্তার বলেছেন দাঁত তুলতে হলে আগে এক্স-রে লাগবে। কিন্তু এখানে এক্স-রে করার ব্যবস্থা নেই।”

ডেন্টাল রোগী ফজল মিয়া বলেন, “আমাকে এক্স-রে করতে বাইরে যেতে বলা হয়েছে। আমি গরিব মানুষ, আমার টাকা নেই। হাসপাতাল থেকে শুধু প্যারাসিটামল দেওয়া হয়, এতে দাঁতের ব্যথা যায় না।”

অপরদিকে, হাসপাতালের নানা অব্যবস্থাপনা, জনবল সংকট ও যন্ত্রপাতির ঘাটতির কারণে চিকিৎসাসেবা দিতে চরম হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট ডাক্তাররাও। রোগীদের অভিযোগ- ব্যথার, গ্যাসের ট্যাবলেট ও স্যালাইন ছাড়া কার্যকর কোনো ওষুধ তারা পাচ্ছেন না।

হাসপাতালের ডেন্টাল বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, “আমি একাই একজন সহকারী নিয়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগীকে দাঁতের চিকিৎসা দিই। কিন্তু আমাদের ডেন্টাল বিভাগের এক্স-রে মেশিন, ডেন্টাল চেয়ার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ নেই, যার কারণে আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে পারছি না।” এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ লুৎফর রহমান আজাদ বলেন,

“হাসপাতালে রোগীর চাপ বেশি, কিন্তু ডেন্টাল চিকিৎসক ও যন্ত্রপাতির সংখ্যা কম। ডেন্টালের কিছু যন্ত্রাংশও বিকল রয়েছে। বিষয়টি সমাধানের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে জানানো হয়েছে।”

সচেতন মহলের দাবি- দ্রুত সময়ের মধ্যে ডেন্টাল বিভাগের এক্স-রে মেশিন, ডেন্টাল চেয়ার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করা না হলে ভূঞাপুর উপজেলার লক্ষাধিক মানুষ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে