কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আ,লীগ নেতার পদত্যাগ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৩ পিএম
কয়রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আ,লীগ নেতার পদত্যাগ

কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ২নং ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইকবাল হোসেন সানা পদত্যাগ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর )বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থ্যতার কারনে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারছিনা। যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি পদত্যাগ করলাম। এ সময় তিনি  বলেন, ১৯৯০ সাল পর্যন্ত আমি  জাতীয় পার্টির সাথে ছিলাম। এর পর কোন দলে যোগদান না করলেও  বিএনপির সাথে মিলে মিশে চলতাম। পরবর্তীতে আ,লীগ ক্ষমতায় আসার পর আমার নামে হয়রানি মুলক ১৩ টি মামলা দায়ের করা হয়।  আমি মামলা হামলা থেকে রেহাই পেতে ২০১৩ সালে আওয়ামীলীগে যোগদান করি। এমনকি ওয়ার্ড আওয়ামীলীগের পদ গ্রহন করি। বর্তমানে আমার পক্ষে উক্ত ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করা সম্ভাব হয়ে উঠছেনা। যে কারনে  সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সেচ্ছায় পদত্যাগ করলাম।

আপনার জেলার সংবাদ পড়তে