'অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন হওয়ার লক্ষ্যে সকলের সহযোগীতা প্রয়োজন'

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৫ পিএম
'অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন হওয়ার লক্ষ্যে সকলের সহযোগীতা প্রয়োজন'

'অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা প্রয়োজন এবং সেই লক্ষে আপনারা কাজ করে যাবেন'-  সোমবার(৮ডিসেম্বর)  সকাল ১০টায়  রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের  মতবিনিময় সভায় কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন-কুড়িগ্রাম জেলায় জেলা প্রশাসক হয়ে এসে আমি গর্বিত। কারণ এটি একটি সম্ভবনাময় জেলা। এখানে কাজ করার মতো অনেক সেক্টর রয়েছে। আশা করি আপনাদের সকলের সহযোগীতায় জেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তিনি নির্বাচন নিয়ে আরও বলেন- জুলাই আন্দোলনের পর কুড়িগ্রাম জেলাসহ সারাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও জবাবদিহিতা। এছাড়া রাজারহাট উপজেলায় প্রশাসনসহ সকলকে স্বাস্থ্য শিক্ষার উপর নজর দিতে হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বাড়ানোর ব্যবস্থা করা হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে চালু হয়েছে। কোথাও কোন সমস্যা দেখতে পেলে তাৎক্ষনিকভাবে জানাবেন। স্থানীয় সমস্যাগেুলোকে চিহ্নিত করে  রাজারহাটকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তিনি সে বিষয়ে আলোকপাত করেন। এ সময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আ.ওয়াদুদ, রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডা: গোলাম রসুল রাখি, উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ মন্ডল,  উপজেলা নির্বাচন অফিসার মোছা. মাহবুবা বেগম,  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম, অধ্যক্ষ আবুল হোসেন সরকার,  প্রেসক্লাব রাজারহাট'র সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত,  সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু, আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রানী, এনসিপি নেতা রাশেদুল ইসলাম ও ছাত্র নেতা আল মিজান মাহিন সহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে