শহিদ বুদ্ধিজীবি দিবস, মহান বিজয় দিবস-২০২৫ এবং মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে বিজয় মেলা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
০৮ ডিসেম্বর- ২০২৫ সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুম (২য় তলা) প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
সভায় অফিসার ইনচার্জ আল এমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার বরকত উল্লাহ, সমাজেসেবা অফিসার রাজুল ইসলাম, সমবায় অফিসার হাফিজুর রহমান, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীরমুক্তিযোদ্ধা আইবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজমির হোসাইন, গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আব্দুল বারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক একরামুল হক আবির, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফরহাদ হোসেন বক্তব্য রাখেন।
সভায় শহিদ বুদ্ধিজীবি দিবস, মহান বিজয় দিবস-২০২৫ এবং মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে বিজয় মেলা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনে ব্যাপক কর্মসূচি উদযাপনের সিদ্ধান্ত হয়।