কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিএনবি প্রজেক্টের প্রজেক্ট সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আয়োজন সোমবার বেলা ১১টায় উপজেলা বিআরডিবি কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিএনবি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চলনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামান রিশাদ, বিশেষ অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর অপূর্ব চন্দ্র, সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, সমবায় কর্মকর্তা নূর কুতুবুল আলম, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, প্ল্যান ইন্টারন্যাশনালের টেকনিক্যাল স্পেশালিস্ট রাজিমুল ইসলাম, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন মন্ডল, রামখানা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মিয়া প্রমুখ।