আমি দায়িত্ব পেলে এ অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়ন হবে: তুহিন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৩ পিএম
আমি দায়িত্ব পেলে এ অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়ন হবে: তুহিন

আমি যদি দায়িত্ব পাই,আমি আপনাদের কথা দিচ্ছি এ অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে বরাদ্দ আরো বেশি হবে। এটা অন্যায় নয়,আল্লাহ এতে খুশি হবে। ইতোমধ্যে আমি শত শত কৃষকের হাতে উন্নত জাতের বীজ প্রদান করেছি,৫ হাজারের বেশি সবজি বীজের প্যাকেট দেওয়া হয়েছে। ৩০ হাজারের বেশি গাছ দিয়েছি। নির্বাচনের আগেই ৫০ হাজারের উপরে কৃষক কম-বেশি লাভবান হবে। আমি দায়িত্ব পেলে এগুলো আরো বৃদ্ধি পাবে।  

রোববার (৭ ডিসেম্বর) সকালে চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে কৃষকের মাঝে উন্নত বীজ বিতরণী অনুষ্ঠানে পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রধান অতিথি হিসেবে একথা বলেন। 

বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ডক্টর মোঃ মাহফুজ বাজ্জাজ।  

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন,বীজ বিতরণসহ কৃষি উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে হাসান জাফির তুহিন প্রমাণ করেছেন,ক্ষমতায় নয়,মানুষের কল্যাণেই তাঁর রাজনীতি। যাঁর সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় উচ্চফলনশীল বীজ পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত গ্রামের প্রান্তিক কৃষকের হাতে। 

উল্লেখ্য,কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় ধান গবেষণা ইন্সটিটিউট,গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটের মাধ্যমে ধান,গম ও সবজির বীজ বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে