বিরলে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এর আয়োজনে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে। সোমবার সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
এ সময় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এর এমডি এবং সিইও মোঃ সাজ্জাদ ইয়াহিয়া, ডিএমডি (কোম্পানি সচিব এবং হেড অব এডমিন) ঝর্না পারুল, ডিএমডি (সিএফও) মোহাম্মদ আরিফ হোসেন, ডিএমডি (ক্লেইমস এবং রি-ইন্স্যুরেন্স) মোঃ ইমরুল হাসান খাঁন, অ্যাসিস্ট্যান্ট এমডি (অবলিখন) মোঃ সামিউর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অব অডিট) এ. টি. এম. মোবাশ্বিরুল বাশার (শাকিল), ম্যানেজার (প্রশাসন ও মানব সম্পদ) সাইফুল ইসলাম, ব্রাঞ্চ ইনচার্জ (দিনাজপুর পাখা) মোঃ আজিজুস সালাম (বকুল) (ঠচ), ব্রাঞ্চ ইনচার্জ (রংপুর শাখা) মোঃ সোহেল রানা (ঠচ), ব্রাঞ্চ ইনচার্জ (বগুড়া শাখা) মোঃ আব্দুল হাই (ঝঠচ), ব্রাঞ্চ ইনচার্জ (নাওগাঁ শাখা) মোঃ আজিজুল হক (অঠচ) প্রমূখ উপস্থিত ছিলেন। প্রায়৫শতাধিক দুস্থদের মাঝেশীতবস্ত্র বিতরণ শেষে দুপুরে অতিথিবৃন্দ বিরল উ্পজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দেওয়ানজিদিঘী ইসলামীয়া এতিমখানা চত্ত্বরে ভিয়েতনাম খেজুর গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।