নওগাঁর মহাদেবপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর শহিদুল ইসলাম। তিনি আগের ওসি শাহীন রেজার স্থলাভিষিক্ত হলেন। সোমবার (৮ ডিসেম্বর) পূর্বাহ্নে তিনি মহাদেবপুর থানায় যোগদান করেন আর বিকেলে আগের ওসি শাহীন রেজা তার নতুন কর্মস্থল জয়পুরহাটের আক্কেলপুর থানায় যোগদানের উদ্দেশ্যে মহাদেবপুর ত্যাগ করেন।
নয়া ওসি শহিদুল ইসলাম জানান, তিনি ২০০৫ সালে আউট সাইড ক্যাডেট হিসেবে সাব ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গতবছর ৫ আগষ্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর তাকে সিরাজগঞ্জ জেলার ঈশ্বরদী থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়। সবশেষ তিনি বেলকুচি থানার ওসির দায়িত্ব পালন করেন।
ওসি শহিদুল ইসলাম বলেন, ‘‘সামনের জাতীয় নির্বাচনের দায়িত্ব অবাধ ও সুষ্ঠুভাবে সম্পাদন আর এলাকার মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন। বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।” এজন্য তিনি স্থানীয় জনসাধারণ, রাজনীতিবিদ ও সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।