ফুলবাড়ীতে ১ হাজার ৭০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণ

এফএনএ (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম
ফুলবাড়ীতে ১ হাজার ৭০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের ১ হাজার ৭০০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এর উদ্বোধন করেন ফুলবাড়ী নবাগত ইউএনও দিলারা আকতার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত কৃষি অফিসার  রাফিয়া আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক, ফকরুল ইসলাম, উপ-সহারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী প্রমূখ।

জানা গেছে, ১ হাজার ৭০০ কৃষকের মধ্যে ৫০০ জন কৃষক জনপ্রতি পাবেন ৫ কেজি উফশী মৌসূমের ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। অপরদিকে ১ হাজার ২০০ জন কৃষক জনপ্রতি দুই কেজি করে হাইব্রীড জাতের বোরো ধান বীজ। 

আপনার জেলার সংবাদ পড়তে