কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের জিনারিপাড়া বিশাল হাওরে গত কয়েক মাস ধরে কৃষকের কয়েকশত জমি বেকু দিয়ে কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে একদল সংবাদ কর্মী সরেজমিনে গেলে দেখা যায়, ঐ এলাকার একটি প্রভাবশালী মহল কৃষকের ধানের জমি বেকু দিয়ে ষ্টীলবডি নৌকার মাধ্যমে ঢাকাসহ পাশ্ববর্তী এলাকায় এ মাটিগুলি নিয়ে যাওয়ার ফলে পাশের জমির কৃষকের ধানের জমিগুলোর পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। কিন্তু অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সিলভিয়া স্নিগ্ধা এই প্রতিনিধিকে বলেন, এই বিষয়টি বিশেষ ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।