কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী ঘাট থেকে হুমাইপুর ফেরিঘাট পর্যন্ত ঘোড়াউত্রা নদী দিয়ে সড়ক ও জনপদের ফেরিটি আজ সোমবার বিকেলে চালু হয়েছে। ফেরি চলাচলের ইজারাদার মেসার্স বকুল ট্রেডার্স কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার। জানা যায়, এই ফেরি চালু হওয়ার ফলে বাজিতপুর, অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন হাওর অধ্যুষিত উপজেলাগুলোর হাজার হাজার লোকজনের চলাচলে সুবিধা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রত্যক্ষর্দশীরা জানান, শুধু শুকনো মৌসুমে নয়, বর্ষাকালে ফেরি চলাচল অষ্টগ্রাম পর্যন্ত চালু থাকলে সারাবছর এই ৩ উপজেলার জনগণ যেমন উপকৃত হতো, তেমনিভাবে পাটুলী ঘাটটিও একটি পর্যটন কেন্দ্র হিসেবে কিশোরগঞ্জ জেলার মধ্যে অন্যতম হয়ে থাকতো। বছরে ৪-৫ মাস ফেরি চলাচল থাকে। এলাকাবাসীর দাবী যদি সারাবছর ফেরিটি চলাচল থাকতো তাহলে পাটুলী ফেরি ঘাটটি একটি অন্যতম বাজার হিসেবে পরিগণিত হতো বলে অনেকে মন্তব্য করেন। আজ সোমবার ফেরি চলাচলের আগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শাহরিয়ার সোহেল, হায়দার আলী, জাকির পারভেজ, মোঃ রানা মিয়া, মোজাম্মেল হক, কাজল মিয়া ও সুমন মিয়া।