দৌলতপুরের ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে দৌলতপুরে মানববন্ধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৪ পিএম
দৌলতপুরের ইউএনও'র বদলির আদেশ প্রত্যাহারে দাবিতে দৌলতপুরে মানববন্ধন

 কুষ্টিয়ার দৌলতপুরের উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী'র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনতা।

সোমবার বেলা সাড়ে ১১  টার দিকে উপজেলা বাজার রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,ছাত্র-শিক্ষক, সাংবাদিক সহ সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন,আব্দুল হাই সিদ্দিকী এই উপজেলায় যোগদানের পর থেকে মানুষের সেবায় কাজ করেছেন। তিনি তার সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করেছেন এই উপজেলার মানুষদের। তাই হঠাৎ করেই তার বদলির আদেশ শুনেই ফুসে উঠেছে উপজেলার সর্বস্তরের মানুষ।

বক্তারা আরও বলেন, ইউএনও আব্দুল হাই সিদ্দিকীকে এ উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা, দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী,উপজেলা বিএনপি'র অন্যতম সদস্য আলাউদ্দিন বাদল,উপজেলা বিএনপি'র সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন)সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দৌলপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ

আব্দুল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে কতিপয় সংবাদিক কর্তৃক মিথ্যা সাংবাদ পরিবেশন সহ দৌলতপুর থেকে নড়াইলে বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের বেশ কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে