কটিয়াদীতে টমটম উল্টে নিহত ১

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৮ পিএম
কটিয়াদীতে টমটম উল্টে নিহত ১

কিশোরগঞ্জের কটিয়াদীতে টমটম(নসিমন) গাড়ি উল্টে হাসান (১৬) নামে এক কিশোর নিহত ও চালক সিয়াম (১৮) আহত হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে কটিয়াদী-বেতাল রোডের হ্যালিপ্যাড সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটছে। নিহত হাসান উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া গ্রামের রমজানের ছেলে। গুরুতর আহত চালক সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

জানা যায়, নসিমন গাড়িটি দ্রুত গতিতে বেতাল থেকে কটিয়াদী আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দেখে হ্যালিপ্যাড সংলগ্ন সড়কের ভাঙা স্থানে হঠাৎ ব্রেক করলে টমটমটি উল্টে যায়। এ সময় টমটমের পিছনে বসে থাকা হাসান ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

কটিয়াদী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার নাজিম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷ আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান। কটিয়াদী মডেল থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপনার জেলার সংবাদ পড়তে