মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৭ পিএম
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া  বিদ্যুস্পৃষ্ট হয়ে,  আফর উদ্দীন(৪৫) নামে এক কৃষি শ্রমিকের  মৃত্যুর। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,  বেলা ০২:২০ ঘটিকায় গজারিয়া থানাধীন গুয়াগাছিয়া ইউনিয়নের অন্তর্গত গুয়াগাছিয়া গ্রামে মো: শাহ আলম এর কৃষি জমিতে বৈদ্যুতিক পানির মটর চালু করার জন্য ভিকটিম আফর উদ্দিন(৪৫), পিতা-মৃত তসলিম উদ্দিন, সাং-ভাতখাওয়া, পোঃ-তারাটিয়া, ইউপি-পাড়ারামপুর, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর মটরের সুইচ দিলে অসাবধানতা বশতঃ বিদ্যুৎ শর্ট লেগে গুরুতর আহত। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত জসিম উদ্দিন(২৫), পিতা-মোঃ হোসেন আলী, মাতা-লাইলি বেগম, সাং-ভাতখাওয়া, পোঃ তারাটিয়া, ইউপি-পাড়ারামপুর, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর’সহ অন্যান্যরা ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাক্ষ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনার বিষয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত গজারিয়া উপজেলা স্বাক্ষ্য কমপ্লেক্সে গিয়ে মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত’সহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক  আছে।

গজারিয়া থানার ইন্সপেক্টর তদন্ত   মো: সাব্বির হোসেন বলেন গুয়াগাছিয়া গ্রামে মো: শাহ আলম এর কৃষি জমিতে বৈদ্যুতিক পানির মটর চালু করার জন্য ভিকটিম কৃষক শ্রমিক  আফর উদ্দিনর মৃত্যু হয় এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিনে রয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে