বেগমগঞ্জে শীর্ষ সন্ত্রাসী বলি গণপিটুনিতে নিহত

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৪ পিএম
বেগমগঞ্জে শীর্ষ সন্ত্রাসী বলি গণপিটুনিতে নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে ফখরুল ইসলাম ওরফে ‘বলি’ নামে জনতার গণপিটুনিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার সকাল ৯টায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফখরুল ইসলাম খালাসি বাড়ির বদিউজ্জামানের ছেলে। 

পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে পাশ্ববর্তী হাজীপুর ইউনিয়নে বোনের বাড়ী থেকে আসার পথে  তাকে হত্যা করা হয়। 

এ দিকে পুলিশ ও এলাকাবাসী জানায়, ফখরুল ইসলাম ওরফে বলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে , চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক অভিযোগ ছিল। তার নামে থানায় চারটিরও বেশি মামলা চলমান রয়েছে। এলাকায় তার উশৃঙ্খলতার কারণে ক্ষুব্ধ জনতাই তাকে ঘিরে গণপিটুনি দেয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পর  এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি এম.এ বারী জানান, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে