শৈলকুপা থানা রোডে ভাই ভাই জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীররাতে দুর্বৃত্তরা দোকানের নিরাপত্তা ব্যবস্থাকে অতিক্রম করে ১৫ ভরি স্বর্ণ ও ৮০ ভরি রৌপ্য চুরি করে নিয়ে গেছে। এতে প্রায় ৩৩ লক্ষ টাকার মূল্যবান গহনা চুরি হয়েছে বলে জানান দোকান মালিক উজ্জ্বল সরকার।
ঘটনার পরপরই শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছে এবং চুরির রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় পুরো বাজারজুড়ে চোর আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান শহরের ভাই ভাই জুয়েলার্স দোকানে চুরির ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করছি। মামলা হলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।