আল্লাহকে নিয়ে কটূক্তি: বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৯ পিএম
আল্লাহকে নিয়ে কটূক্তি: বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর
ছবি, সংগৃহিত

মহান আল্লাহকে নিয়ে কটূক্তির মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

মানিকগঞ্জের জেলা ও দায়দা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান সোমবার দুপুরের দিকে এ রায় দেন।

এসময় বেশ কিছু আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে আদালত চত্বরে মিছিল করেছেন।

আদালতে আবুল সরকারের অনুপস্থিতিতে তার পক্ষে ১৫ থেকে ১৬ জন আইনজীবী অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার।

বাউল শিল্পী আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী বলেন, “গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয় আবুল সরকারের। ওই জামিন শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। পরে ফৌজদারি বিধি মোতাবেক জেলা ও দায়দা জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বাউল শিল্পী আবুল সরকারের জামিন শুনানি হয়। আবুল সরকার আদালতে দোষী প্রমাণিত হলে ২৯৫ এর ‘ক’ ধারায় দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হচ্ছে ২ বছরের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড দিতে পারেন বিচারক।”

উল্লেখ্য, মানিকগঞ্জের একটি পালাগানের আসরে শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। পরে সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আপনার জেলার সংবাদ পড়তে