পীরগাছায় খালের পানিতে পড়ে থাকা বৃদ্ধের মরদেহ উদ্ধার

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) :
| আপডেট: ৯ ডিসেম্বর, ২০২৫, ০২:০১ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০২:০১ পিএম
পীরগাছায় খালের পানিতে পড়ে থাকা বৃদ্ধের মরদেহ উদ্ধার

রংপুরের পীরগাছায় খালের পানিতে পড়ে থাকা অবস্থায় আব্দুল কাদের (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদের পেছনে বাইশের ডারা খালে ওই বৃদ্ধের মরদেহ অর্ধেক ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত আব্দুল কাদের উপজেলার ছাওলা ইউনিয়নের সাহেব বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় এক মহিলা ওই খালে আব্দুল কাদেরের মরদেহ অর্ধেক ডুবে থাকা অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার দিয়ে বিষয়টি আশেপাশের মানুষদের জানান। প্রথমে বৃদ্ধের মরদেহের পরিচয় জানা না গেলেও বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে তার পরিচয় সনাক্ত হয়।

বৃদ্ধের ছেলে আব্দুর রহিম জানান, তার বাবা প্যারালাইন্সিস রোগে আক্রান্ত। মাথায় সমস্যা ছিল। গতকাল (সোমবার) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যার পর তার খোজে এলাকায় মাইকিং করা হলেও খোজ মেলেনি।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, ওই বৃদ্ধ প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিল বলে তার পরিবার দাবি করছে। খালের উপর চলাচলের একটি বাঁশ দিয়ে পার হতে গিয়ে তিনি পড়ে মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে