০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিরলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার দৃশ্যমান ও উন্মূক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, ব্যানার ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভসূচনা, জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশন করে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, মানববন্ধন, দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন ও দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য নিয়ে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিরল উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ মনছুর আলী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ ও থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আরিফ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সহসভাপতি সাংবাদিক আতিউর রহমান, বুলবুলে আলম, সদস্য একরামুল হক, জেসমিন জাহান, তানিয়া বিনতে সালাম, বিরল সরকারি কলেজ এর প্রভাষক (হিসাব বিজ্ঞান) অমিত কুমার বসাক, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা বেগম বক্তব্য রাখেন। বক্তব্য প্রদান শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। শেষে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সকলে।