রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস'২০২৫ পালিত

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০২:২৬ পিএম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস'২০২৫ পালিত

কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস'২০২৫ পালিত হয়েছে।  মঙ্গলবার(৯ডিসেম্বর) সকাল ১০টায় রাজারহাট উপজেলা পরিষদ সভাকক্ষে দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দূর্নীতি দমন ও প্রতিরোধে করর্ণী শীর্ষক আলোচনা সভায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।  স্বর্ণকমল মিশ্রের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষক কর্মকর্তা জয়ন্তী রানী, আইসিটি কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, থানার এসআই আতিক, সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু ও এনসিপির যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ। 

আপনার জেলার সংবাদ পড়তে