কুড়িগ্রামের রাজারহাটে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) আরডিআর এস বাংলাদেশ রাজারহাট শাখা অফিস চত্বরে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিএনবি প্রকল্পের এ কর্মশালার আয়োজন করেন। সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার (টিও সইই) সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিক, রাজারহাট থানার এসআই আতিকুর রহমান, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজারহাট শাখার ম্যানেজার মন্জুরুল ইসলাম , আরডিআরএস বাংলাদেশের সিএনবির প্রকল্প সমন্বয়কারী অলিক রাংসা, টেকনিক্যাল অফিসার (এসআরএইচআর) ফারজানা ফৌজিয়া, ইউপি সদস্য আমজাদ হোসেন, নাজিমখান ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আনোয়ারুল হক, , হিন্দু নিবন্ধক শীলা গোস্বামী, ফ্যাসিলিটেটর বিবেকানন্দ বিশ্বাস, নজরুল ইসলাম, রেজাউল করিম ও নাসরিন আক্তার, যুব সংগঠনের ইয়াজ জুদান, জিহাদ হাসান, রিক্তা আক্তার, জাহিদ হাসান এবং আইরিন আক্তার প্রমূখ।
বক্তরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। সবাই একসাথে কাজ করলে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্প যুব সমাজকে বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা পালন করতে উৎসাহিত করেছে, যা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
কর্মশালায় উপজেলার নিবন্ধিত ৭টি যুব সংগঠনের সভাপতি-সম্পাদক, চ্যাম্পিয়ন মা-বাবা এবং বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে যুব সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।