ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৪ পিএম
ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিট এ অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার  (৯ ডিসেম্বর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ তাইবুল ইসলাম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাহবুব হাসান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ চাঁদ মিয়া  সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে শুধু আইন প্রয়োগ নয়, নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিও জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করা হয়।