খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:১০ পিএম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত এখনও হয়নি
ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক স্থিতি এখনো অপরিবর্তিত। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থার অবনতি না হলেও তার স্বাস্থ্য এখনও স্থিতিশীল পর্যায়ে রয়েছে, যা যাত্রার উপযোগী নয়। ফলে লন্ডনে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। এ অবস্থায় হাসপাতালেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হচ্ছে বলে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

গত রোববার (৭ ডিসেম্বর) বেগম জিয়ার সিটিস্ক্যান করানো হলে রিপোর্ট স্বাভাবিক আসে। দেশি এবং বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) হাসপাতালের সামনে আগের মতো ভিড় দেখা যায়নি, বিএনপি নেতাকর্মীরাও বেশ কম ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তুলনামূলক ঢিলেঢালা অবস্থানে ছিল।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি গত শুক্রবার (৫ ডিসেম্বর) থেকেই ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। সেদিন ভোরেই যুক্তরাজ্যে নেওয়ার সব ব্যবস্থা প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়। তবে তিনি ফ্লাইটে ওঠার মতো শারীরিক অবস্থায় না থাকায় পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছে। একই সময়ে লন্ডন থেকে ঢাকায় এসে অসুস্থ শাশুড়ির পাশে দাঁড়ান তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রতিদিন দুই দফা হাসপাতালে এসে তিনি খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি ছোট ছেলের সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান টানা ১৭ দিন ধরে সিসিইউতে থাকা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গেই রয়েছেন।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) মেডিকেল বোর্ড জানিয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, বেগম খালেদা জিয়া যাত্রা উপযোগী হলেই তাকে বিদেশে নেওয়া হবে। এভারকেয়ারের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিল রোগে ভুগছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে