আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) খাসকামরায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে একান্ত বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান যে তফসিল ঘোষণার সময় এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা। তিনি বলেন, “আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি।”
নির্বাচন কমিশন জানায়, তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করা হয়। তবে এবার সিইসি একাই যান ইসি সচিবকে সঙ্গে নিয়ে। বৈঠকে সীমানাসংক্রান্ত মামলা থেকে শুরু করে তফসিল ঘোষণার পর সম্ভাব্য রিট যেন নির্বাচনী কার্যক্রমে বাধা না দেয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব নিয়েও কথা হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা আলোচনায় নির্বাচনী প্রক্রিয়ায় বিচার বিভাগের সহযোগিতা কামনা করেন সিইসি। প্রধান বিচারপতিও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তফসিল ঘোষণার ভাষণ ইতোমধ্যেই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভাষণটি সম্প্রচারের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সিইসি ইঙ্গিত দিয়েছেন, বুধবার বা বৃহস্পতিবার ভাষণ প্রচারের মাধ্যমে ভোটের তফসিল ঘোষণা করা হবে। এর আগে ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, চলতি মাসের ১৫ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে তফসিল ঘোষণার সময় ঘনিয়ে এসেছে। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষ হওয়ায় এবং ভাষণও চূড়ান্ত হওয়ায় এখন নির্বাচন কমিশনের পুরো মনোযোগ আনুষ্ঠানিক ঘোষণার দিকে।