ইন্দুরকানীতে বেগম রোকেয়া দিবস পালিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:১২ পিএম
ইন্দুরকানীতে বেগম রোকেয়া দিবস পালিত

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে র‍্যালীটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, কৃষি  কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বিআরডিবি সভাপতি মোঃ ফয়জুল কবির তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, ইন্দুরকানী সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকারিয়া হোসেন, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন গাজী প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখা ইন্দুরকানী উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সমাজ কর্মী, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে পরিবেশ ছিল উৎসবমুখর।

আপনার জেলার সংবাদ পড়তে