কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৩ পিএম
কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা " শীর্ষক এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) কাউখালী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‌আলোচনা সভায উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ওসি ইয়াকুব হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক প্রাক্তন শিক্ষক সুলতান নিলা, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, কাউখালী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, এনজিও কর্মী সহ স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে