বরিশালের মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার সদ্য বদলীকৃত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও সাব-ইন্সপেক্টর (এসআই) মেহেদী হাসানের বিরুদ্ধে, জমি দখল ও ধান কেটে নিয়ে যাওয়ার সহযোগিতা এবং ঘুষ গ্রহণের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাজিরহাট থানার আদর্শ নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভূক্তভোগী মো. আরিফ হোসেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরো তিনজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আরিফ হোসেন অভিযোগ করেন, কাজিরহাট থানার সদ্য বদলীকৃত ওসি মিজানুর রহমান ও এসআই মেহেদী হাসানের প্রত্যক্ষ সহযোগিতায় তাদের পরিবারের দীর্ঘদিনের ভোগদখলকৃত ৩০ একর সম্পত্তির মধ্যে পাঁচ একর জমি স্থানীয় আলমগীর সরদার, দুলাল বেপারী ও আমির হোসেন বেপারীর নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসীরা জোরপূর্বক দখল করে আমন ধান কেটে নিয়ে যায়।
তিনি আরও বলেন-দখল হবার আশঙ্কায় ওই জমির ওপর আদালত থেকে ১৪৪ ধারা জারি করানো হলেও আদালতের নির্দেশ উপেক্ষা করে দুর্বৃত্তদের ধান কেটে নেয়ার সুযোগ করে দিয়েছে ওসি মিজানুর রহমান ও এসআই মেহেদী হাসান। এছাড়া তারা আমাদের (আরিফ গং) কাছ থেকেও এক লাখ টাকা ঘুষ নিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, গত ৬ ও ৭ ডিসেম্বর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ৫০/৬০ জন সন্ত্রাসীরা ওই ধান কেটে লুট করার সময় আমরা লিখিতভাবে থানায় অভিযোগ করি। কিন্তু পুলিশ তারপরেও সন্ত্রাসীদের বাঁধা না দিয়ে রহস্যজনক কারণে তাদের ধান কেটে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরিফ হোসেন এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, বরিশাল রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে কাজিরহাট থানা থেকে সদ্য বদলীকৃত ওসি মিজানুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ধান কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে ভূক্তভোগীরা একটি অভিযোগ দায়ের করেছিলেন। এরমধ্যেই আমাকে বদলী করায় সর্বশেষ অবস্থা সম্পর্কে আমার জানা নেই। তবে ঘুষ গ্রহণের কোনো ঘটনা ঘটেনি।
কাজিরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নবীউল ইসলাম জানিয়েছেন, আমি আজকে এ থানায় যোগদান করেছি। এখনো পুরো বিষয়টি জানিনা। তবে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।