গাজীপুররে কালীগঞ্জে লাইসন্সেবহিীন করাতকল পরচিালনার দায়ে চারটি মামলায় চারজনকে ৪০ হাজার টাকা জরমিানা আদায় করছেে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৯ ডসিম্বের) দুপুরে জাঙ্গালীয়া ইউনয়িনরে আওড়াখালী বাজারে এ ভ্রাম্যমান আদালত পরচিালনা করনে সহকারী কমশিনার (ভূম)ি ও এক্সকিউিটভি ম্যাজষ্ট্রিটে জাকয়িা সরওয়ার লমিা। এসময় লাইসন্সেবহিীন করাতকল পরচিালনার দায়ে কাউলতিা গ্রামরে আব্দুস সালাম খানরে পুত্র মোঃ রুবলে খান (৩৭), মৃত ইউসুফ খানরে পুত্র কাইউম খান (৬০), নুরউদ্দনি খানরে পুত্র মামুন খান (২৮) ও আদি জাঙ্গালয়িা গ্রামরে মোঃ রয়োজউদ্দনি ভঞার পুত্র মোঃ কামাল হোসনে ভুঞা (৫০) কে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরমিানা আদায় করনে।
এসময় রাজন্দ্রেপুর রঞ্জেরে র্সূয নারায়নপুর বটি র্কমর্কতা প্রসকিউিটর তৌহদিুল ইসলাম, বঞ্চে সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলশিরে একটি টীম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তর্বিগ উপস্থতি ছলিনে।