চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম
চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা " এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ, রাষ্ট্র ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন ভয়াবহ ব্যাধি। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র-প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা ও সততার মূল্যবোধ জাগ্রত করতে পারলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব।

দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুরের সহকারী পরিচালক নুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী ও উপজেলা সমবায় অফিসার বাসুদেব রায়, উপজেলা ,উপজেলা প্রকৌশলী অফিসার মাসুদার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হোসনে আরা প্রমূখ। সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনায় অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে