নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুইজন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার রাতোয়াল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ঝুন্টু আলী (৩০) কে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার কাশিমপুর দূর্গাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী রিমা খাতুন (২৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। তাদেরকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।