পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর ) বিকাল চারটায় বালিপাড়া ইউনিয়ান বিএনপি অফিস কার্যালয় জাতীয়তাবাদী বালিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বালিপাড়া ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আঃ জলিল হোসেন সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ , সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন মোস্তান হাফিজ, মোঃ আজাদ হোসেন বাচ্চু সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল-আমিন হোসেন, ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াজুল ইসলাম বয়াতি, উপজেলা যাষাস সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম ও রিয়ানগর ডিগ্রী কলেজ নেতা লিমন হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য দেশের মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।