সিটি-পৌরসভা-জেলা পরিষদের অপসারিত প্রতিনিধিদের নাম এখনো সরকারি ওয়েবসাইটে

এফএন্এস (সিলেট): | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৮ পিএম
সিটি-পৌরসভা-জেলা পরিষদের অপসারিত প্রতিনিধিদের নাম এখনো সরকারি ওয়েবসাইটে

গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর সারা দেশের সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের মেয়র-কাউন্সিলর-চেয়ারম্যানদের অপসারণ করা হলেও তাদের নাম ও পরিচয় এখনো বিভিন্ন সরকারি ওয়েবসাইটে রয়ে গেছে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ‘জনপ্রতিনিধি’ অপশনে গেলে এখনো পূর্ববর্তী সরকারের আমলে নির্বাচিত জনপ্রতিনিধিদের ছবি, ইমেইল ও মোবাইল নম্বর দৃশ্যমান হচ্ছে। সিলেট সিটি করপোরেশন, জেলা পরিষদসহ পুরনো মেয়র ও চেয়ারম্যানদের তথ্য এখনো প্রদর্শিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

২০২৪ সালের ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ প্রথম দফায় দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে এবং তাদের স্থলে প্রশাসক নিয়োগ দেয়। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এই সিদ্ধান্তের অন্তর্ভুক্ত ছিল। এরপর ২৬-২৭ সেপ্টেম্বর আরেক দফা প্রজ্ঞাপনের মাধ্যমে একই করপোরেশনগুলো ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সিটি করপোরেশনগুলো বাতিল করা হয়নি; বরং নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের অপসারণের পর সেগুলো বর্তমানে প্রশাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রশাসক নিয়োগের উদ্দেশ্য ছিল নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখা। তবে বিভিন্ন এলাকায় সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধিদের পুনর্বহালের দাবি শোনা যাচ্ছে।

একই সময়ে দেশের জেলা পরিষদগুলোতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়। ২০২৪ সালের ১৯ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তিন পার্বত্য জেলা ব্যতীত বাকি ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে ৫৩টি জেলায় জেলা প্রশাসকদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে, আর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর জেলা পরিষদে অতিরিক্ত বিভাগীয় কমিশনাররা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

“জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪”-এর ১০(খ) ধারাকে ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রশাসনিক পরিবর্তন কার্যকর হলেও অনেক সরকারি ওয়েবসাইটে এখনো আপডেট হয়নি অপসারিত জনপ্রতিনিধিদের তথ্য। এতে নাগরিকদের সেবা গ্রহণ, যোগাযোগ ও যাচাই-বাছাইয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে