যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর এলাকায় ফসলিজমির মাটি কাটায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। শহিদুল ইসলাম বড় বসন্তপুর এলাকার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন- অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় শহিদুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।এসময় আরও উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।