হাটহাজারীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৬ পিএম
হাটহাজারীতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

"আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই" প্রতিপ্রাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (ইঐজঋ) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা শাখা এ উপলক্ষে আলোচনা সভা ও ্র্যালীর আয়োজন করেন। 

হাটহাজারী  পৌরসভার খেলোয়াড় সমিতির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  এড.এমএ মালেক;।  সাধারণ সম্পাদক আসলাম মোর্শেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমূল,সমাজসেবক জসিম উদ্দিন বাবুল, শিক্ষক সৈয়দ  নরুল আবছার। সভাপতির বক্তব্যে এড.আবদুল মালেক সকলকে মানবাধিকার সমুন্নত রাখার জন্য অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন,ইয়াছিন সেলিম, আবদুল মান্নান দৌলত, সাংবাদিক মোহাম্মদ হোসেন, মো.আলাউদ্দীন, মো.পারভেজ, কে এম ইউসুফ। অন্যান্যদের মধ্যে, ফারুক মিয়া, মো.ওসমান, মো.আলী আকবর, মো.আবুল কালাম, মো.মামুন, মাসুদ জিনানী, মো.মফিজ, মো.মহিবুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন। পরে কলেজ সড়ক  থেকে সকলের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে