বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গজারিয়ায় দোয়া মাহফিল

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গজারিয়ায় দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রসুলপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মজিবুর রহমান। 

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মোহন,উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম জসিম,গজারিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন গজারিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মফিজুল ইসলাম রনি মাস্টার। গজারিয়া থানা যুবদলের আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান তারা।শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মাদ্রাসার ইমাম। গজারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ছিল আবেগঘন পরিবেশ ও ব্যাপক উপস্থিতি।

আপনার জেলার সংবাদ পড়তে