বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রোববার সন্ধ্যা ৬টায়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সেদিন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার বিকাল ৪টায় তার রেকর্ড করা ভাষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ভাষণ রেকর্ডের পর নির্বাচন কমিশনাররা সিইসির কক্ষে বৈঠক করেন। বৈঠক শেষে আখতার আহমেদ জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং এসব বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। বুধবার তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন।

ইসি জানিয়েছে, এবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। দুটি নির্বাচন একসাথে হওয়ায় ভোটের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দুটি ব্যালটের কারণে ব্যবস্থাপনায় বাড়তি সময় প্রয়োজন হবে, সেই অভিজ্ঞতা থেকেই সময় বাড়ানো হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে দুটি করে গোপন কক্ষ থাকায় বাজেট সামান্য বাড়তে পারে বলেও তিনি জানান।

তফসিল ঘোষণার আগেই বাগেরহাট ও গাজীপুরের সংসদীয় আসন নিয়ে আদালতের রায় আলোচনায় এসেছে। আপিল বিভাগ বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন পুনর্বহালের নির্দেশ দিয়েছে। তবে এতে তফসিলে বড় কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “আমাদের মত আমরা তফসিল ঘোষণা করব। কোর্টের অর্ডার হাতে পেলে তখন দেখা যাবে।”

এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

ইসি জানায়, জাতীয় নির্বাচন ও গণভোট দুটিই একই দিনে হওয়ায় বুথ ও ভোটকক্ষ অপরিবর্তিত থাকলেও প্রতিটি কক্ষে থাকবে দুটি ভোটিং স্পট। তফসিল ঘোষণার পর সব ধরনের অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সবশেষ প্রস্তুতি এখন নির্বাচন কমিশনের হাতে। তফসিল ঘোষণার পর থেকেই শুরু হবে নির্বাচনী যাত্রা এবং রাজনৈতিক অঙ্গন আরও সরব হয়ে উঠবে।

আপনার জেলার সংবাদ পড়তে