বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল হলে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও নিউনেশন সম্পাদকমন্ডলীর সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি এস এম জামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে দোয়া পরিচালনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী মাওলানা আবদুল মোমিন। সংস্থার মহাসচিব আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি নিউ নেশন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সৈয়দ তোশারফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আবদুস সবুর, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য ও ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য মইনুদ্দিন কাদেরী শওকত, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স কমিশন চেয়ারম্যান এম. এ. হাশেম রাজু। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জেসমিন জুঁই, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ হিরো, রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা এম. নাসিরুল হক, রাজনীতিবিদ মহিউদ্দিন আহমদ, সাপ্তাহিক রোববারের সাংবাদিক গোলাম নবী, চট্টগ্রাম এডিটর ক্লাবের সভাপতি এম. আলী হোসেন, জাতীয়তাবাদী সমমনা জোট নেতা সুজন চক্রবর্তী, গাজী মোস্তাফিজুর রহমান, মাহবুব পাটোয়ারী প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, ইত্তেফাক ও নিউ নেশন সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার পথে ব্যারিস্টার মইনুল হোসেনের অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। ব্যারিস্টার মইনুল হোসেন মুক্ত সাংবাদিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আজীবন আপোষহীন ব্যক্তিত্ব ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যারিস্টার মইনুল হোসেনকে ব্যাপক নির্যাতন করেছেন, যা ইতিহাস কোনদিন ক্ষমা করবে না।