আটোয়ারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৩ পিএম
আটোয়ারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

পঞ্চগড় জেলার নবাগত আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী’র সঙ্গে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও রিপামনি দেবীর সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয়। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সমাধানের লক্ষে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন আটোয়ারী শাখার সভাপতি জরিফ হোসেন চৌধুরী প্রমূখ। নবাগত ইউএনও রিপামনি দেবী সাংবাদিকদের উদ্দ্যেশে আশা ব্যক্ত করে বলেন, তিনি আটোয়ারী উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করতে চান। এক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে