আজ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কৃতি সন্তান, সুপরিচিত শিক্ষক ও সংগঠক মনোয়ার হোসেন মাস্টার-এর জন্মদিন। তিনি কুমারীয়ারপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
ব্যক্তিজীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। বড় ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ছোট ছেলে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে।
শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে সক্রিয়ভাবে জড়িত। তিনি বরিশাল বিমানবন্দর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে বাবুগঞ্জ উপজেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাবুগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সদস্য।
শিক্ষকদের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে গিয়ে তিনি বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি-বাবুগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিষ্টভাষী, সৌজন্যবান ও নান্দনিক উপস্থাপক হিসেবে তিনি সামাজিক অঙ্গনে সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর জন্মদিনে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।