কাউখালীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু দেহ উদ্ধার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৬ পিএম | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৬ পিএম
কাউখালীতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু দেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার  রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা সাইক্লোন সেল্টারের নিচ থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ। উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা কাউখালী থানার এস আই রাশেদুল ইসলাম জানান, স্থানীয় গ্রাম পুলিশ মোঃ সালেক এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের একটি দল বেতকা সাইক্লোন সেল্টারের নিচ থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরবর্তী সময়ে মৃত্যু ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। মৃত্যু দেহটি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের মৃত মোতালেব হোসেন জমাদ্দার ছেলে মোঃ যুবরাজ জমাদ্দার (৪৬)। সে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার ভাই। তাদের পরিবারের মাধ্যমে জানা গেছে দীর্ঘ ২০ বছর যাবত যুবরাজ ভারসাম্য হারিয়ে ফেলেছেন। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করেও কোন সুফল পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা মৃত্যু যুবরাজ ঠান্ডা জনিত কারণে মারা যেতে পারে। এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবারে কাছে দেহটি রাতে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে