বিরলে লেবার সর্দারের নিকট চাঁদা না পেয়ে মারপিট

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৪:২২ পিএম
বিরলে লেবার সর্দারের নিকট চাঁদা না পেয়ে মারপিট

বিরলে লেবার সর্দারের নিকট চাঁদা না পেয়ে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। নিলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের চেংমারি গ্রামের মৃত জনাব উদ্দীন এর ছেলে দিনাজপুর জেলার বিরল উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের বটতলী এলাকার শাহী হিমাগার লিমিটেড-৮ (কোল্ড স্টোরেজ) লেবার সর্দার মোঃ হামিদুর রহমান (৩৮) জানান, নওপাড়া বটতলী গ্রামের মোঃ এরশাদ হোসেন এর ছেলে মোঃ আরমান হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে আমাকে বলে আসছে যে আমি অন্য জেলার লোক হয়ে বিরল উপজেলা অর্থাৎ তাদের এলাকায় (কোল্ড স্টোরেজ) লেবার সর্দার হিসাবে কাজ করতেছি তাই তাঁকে চাঁদার টাকা প্রদান করতে হবে। এমনিভাবে চলাকালিন ০৯ ডিসেম্বর-২০২৫ মঙ্গলবার রাত আনুমানিক ০৮ টায় আমি উক্ত কোল্ড স্টোরেজে কাজ করা অবস্থায় আরমান কোল্ড স্টোরেজে এসে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করাসহ আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা চায়। আমি আরমানকে আমাকে গালি গালাজ করতে বাঁধা করি এবং তাকে চাঁদার টাকা দিতে না চাহিলে সে চড়াও হয়ে আমাকে এলোপাথারিভাবে কিল ঘুষি মারপিট করে বুকে, পিঠে, হাত, পা, মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও কালোশিরা জখম করে এবং আমাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে শ্বাসরোধ করার চেষ্টা করে। আমি ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন আমাকে বিবাদীর হাত থেকে রক্ষা করে। তখন উক্ত বিবাদী আমাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে বলে সে চাঁদার টাকা পাওয়া না পর্যন্ত আমাকে (কোল্ড স্টোরেজ) কাজ করতে দিবে না আর এই বিষয়ে আমি আইনী সহায়তা নিলে বিবাদী আমাকে যে কোন সময় দেখা পাওয়া মাত্রই আমাকে মারপিট করাসহ হত্যা করে লাশ গুম করে রাখবে। ঘটনায় পরদিন বিরল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তর মুঠোফোনে কল করেও তিনি রিসিভ না করায় কোন কিছু জানা সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে