ভূঞাপুরে জামায়াতের নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৪ পিএম
ভূঞাপুরে জামায়াতের নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবিরের নির্বাচনী পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার ফলদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াতের নেতাদের দাবি, প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে পথসভা চলছিল। এসময় হঠাৎ স্থানীয় কিছু বিএনপির সমর্থক ঘটনাস্থলে মিছিল নিয়ে এসে স্লোগান দিতে থাকে। তারপর পরিস্থিতি উত্তেজিত হলে জামায়েত নেতাকর্মী সভা শেষ করে চলে যাওয়ার পথে এক পাশে তারা রাস্তা অবরোধ করে রাখে অন্যপথ দিয়ে জামায়েত নেতাকর্মীরা বের হওয়ার পথে তারা সভার চেয়ার-টেবিল ও মাইক ভাঙচুর করে। এসময় জামায়েতের এক কর্মী আহত হয়েছে বলে জানা যায়।

ভূঞাপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাচ্ছিলাম। বিএনপির নেতাকর্মীরা আমাদের সভা আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। একজন ব্যক্তিকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে। তাদের প্রতিহত করার কোনো উদ্দেশ্য না বরং আমরা তাদের সহায়তা করছি, ভবিষ্যতেও করবো। ঘটনাটির সঙ্গে যারাই জড়িতদের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরাই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্তকরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে