আশাশুনির বাঁকড়ায় মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে পথসভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪০ পিএম
আশাশুনির বাঁকড়ায় মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে পথসভা

আশাশুনি উপজেলা শোভনালী ইউনিয়নে জামায়াতে ইসলামী উদ্যোগে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন আমীর মাওঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব দেছের আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা সহকারী সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর মাস্টার গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি কবির আহমেদ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে