সিলেটে আইসিটি অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪২ পিএম
সিলেটে আইসিটি অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সিলেট মহানগর ছাত্রশিবিরের আয়োজনে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আইসিটি অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। পরে সকাল ১১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ। সঞ্চালনা করেন সিলেট মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মোঃ আবু মুসা। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামীর বিশ্বে যে দেশ প্রযুক্তিতে যত বেশি দক্ষ হবে, সেই দেশ তত বেশি আইকনিক নেতৃত্ব অর্জন করবে। বাংলাদেশের উন্নয়ন ও জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের জন্য আইসিটিতে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, ইন্টারমিডিয়েট পর্যায়ে শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের যত্ন ও তদারকি বাড়লে তারা দ্রুত তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। একইসঙ্গে শিক্ষার্থীদের অনলাইন ব্যবহারে সংযমী হয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, “আজকের পৃথিবীতে উন্নত জাতিগুলো প্রযুক্তিতে অগ্রগামী। আমাদেরও প্রযুক্তিক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাতে হবে। শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্সি অর্জনের মাধ্যমে দক্ষ নেতৃত্ব তৈরির প্রত্যয়ে ছাত্রশিবির এ আইসিটি অলিম্পিয়াডের আয়োজন করেছে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ টিপু, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ কনসালট্যান্ট ডা. জাহিদ হোসাইন,ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি তারেক মনোয়ার, শাবিপ্রবি অফিস সম্পাদক ও শাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম।উল্লেখ্য, এ বছরের আইসিটি অলিম্পিয়াডে সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১,৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে